LIVE UPDATES করোনাভাইরাস: সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নিতে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি সনিয়া গাঁধীর
কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি সনিয়া গাঁধীর। ‘নোভেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা। যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হোক। স্বাস্থ্যব্যবস্থায় যথাযোগ্য সহায়তা করা হোক।’ চিঠিতে জানালেন সনিয়া গাঁধী।
নোভেল করোনা আতঙ্কে আজও বেলেঘাটা আইডি হাসপাতালে ভিড়। এদিন সকালে চিনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক মহিলা সহ ২ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। কসবার বাসিন্দা ওই মহিলা সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরেছেন। বেলেঘাটার যুবক তাইল্যান্ড ফেরত। এনিয়ে মোট ৯ জন বর্তমানে বেলেঘাটা আই ডি-র আইসোলেশন ওয়ার্ডে ভর্তি। সংক্রমণ না মেলায় ছেড়ে দেওয়া হয় উত্তরবঙ্গ থেকে আসা দুই জাপানি নাগরিককে। পাশাপাশি, আজও কুয়েতে কর্মরত বহু মানুষ ফিটনেস সার্টিফিকেট নিতে এসেছেন হাসপাতালে। নোভেল করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আই ডি-তে ভর্তি যাঁরা চিকিৎসাধীন, তাঁদের মধ্যে রয়েছেন এক বাংলাদেশি নাগরিক এবং ইন্দোনেশিয়া ফেরত পূর্ব মেদিনীপুরের এক বাসিন্দা ও জাপান ফেরত এক ব্যক্তি।
করোনাভাইরাস মোকাবিলা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করল ভারতীয় সেনা। দেশের সবকটি সামরিক হাসপাতালগুলিকে বলা হয়েছে, দ্রুত আইসোলেশন ওয়ার্ড এবং পৃথক বহির্বিভাগ চালু করতে। ওই ওপিডি-গুলির মূল কাজ হবে, করোনায় আক্রান্ত সন্দেহজনক ব্যক্তিদের স্ক্রিনিং করা, দ্রুত পরীক্ষা করা ও যথাযথ ব্যবস্থা নেওয়া। পাশাপাশি, সামরিক হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় অসামরিক চিকিৎসা আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে।
এদিকে, করোনা-আতঙ্কের জেরে আরও সতর্ক সেনা। ইতিমধ্যেই ওয়াঘা-আট্টারি সীমান্তে বাতিল করা হয়েছে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান।
করোনাভাইরাসের প্রভাব পড়ল সংসদের অলিন্দে। সংসদে আসা বহিরাগতদের ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ১১ মার্চ থেকে জারি হবে ওই নিষেধাজ্ঞা। নির্দেশিকা অনুযায়ী, আপাতত সংসদ ভবনের ভিতর কোনও সাংসদ ভিজিটর্সদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না।
রাজস্থানের সিকারে ১৩০ নেপালি নাগরিককে স্ক্রিনিং করা হল। জানা গিয়েছে, কাঠমান্ডু থেকে আসা ওই পর্যটক দলের সকলেই খাটু শ্যামজির মেলায় এসেছিলেন। কারও মধ্যে কোনওপ্রকার উপসর্গ মেলেনি। করোনাভাইরাস ইস্যুতে রাজস্থানে এই মুহূর্তে হাই-অ্যালার্ট জারি রয়েছে।
করোনা-আতঙ্কের জেরে অমৃতসরের হোটেলে ১৩ ইতালীয় পর্যটককে আইসোলেশনে রাখা হয়েছে। অমৃতসরের মহকুমা শাসক জানিয়েছেন, কারও মধ্যে করোনার উপসর্গ লক্ষ্য করা যায়নি। কিন্তু, সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত পরশু ১৪ জন ইতালীয় পর্যটককে করোনা-পজিটিভ বলে ঘোষণা করা হয়। তাঁদের সকলকে কোয়ারিন্টিনে রাখা হয়েছে।
করোনা-আতঙ্কের জেরে ‘হোলি-মিলন’ উৎসব বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বাতিল করেছে সিআইএসএফ। আগামী সপ্তাহে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
করোনা আতঙ্কে পিছল দিল্লির শ্যুটিং বিশ্বকাপ। ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত দিল্লিতে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। ন্যাশনাল রাইফেলস্ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘অলিম্পিক্সের আগেই দিল্লির এই টুর্নামেন্ট আয়োজিত হবে দু’টি ভাগে। টুর্নামেন্টের নতুন দিনক্ষণ জানানো হবে শীঘ্রই।’ এর আগেই করোনা আতঙ্কের জেরে সাইপ্রাসের শ্যুটিং বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে ভারত।
নোভেল করোনা আতঙ্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা জারি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে বড় ধরনের জমায়েত এড়াতে পরামর্শ। এর প্রেক্ষিতে শান্তিনিকতনে বসন্তোৎসব ঘিরে অনিশ্চয়তা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজই বৈঠকে বসছে বিশ্বভারতী কর্মসমিতি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো ইউজিসি-র নির্দেশিকায় বলা হয়েছে, বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে। করোনা সংক্রমিত দেশ থেকে আসা পড়ুয়াদের চিহ্নিত করে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ, জ্বর-সর্দি-কাশি-ভাইরাল ফিভারে অসুস্থ পড়ুয়াদের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ ইউজিসি-র। পাশাপাশি, ওই নির্দেশিকায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক ও কর্মীদের সাধারণ স্বাস্থ্য বিধা মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
প্রেক্ষাপট
ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১
নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩১। শুক্রবার, দিল্লিতে আকের ব্যক্তির দেহে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সঞ্জীব কুমার জানিয়েছেন, দিল্লির উত্তম নগরের বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি তাইল্যান্ড ও মালয়েশিয়াতে গিয়েছিলেন। দিল্লির পাশাপাশি, করোনায় আক্রান্ত ব্যক্তিদের সন্ধান মিলেছে উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা ও কেরলে।
এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় জমায়েত এড়ানোর পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কোনও অনুষ্ঠানের আয়োজন হলে, সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়মবিধি মেনে চলার ক্ষেত্রে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে নির্দেশ দিল কেন্দ্র।
দিল্লিতে আজ দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এ রাজ্য থেকে ৬ জন চিকিৎসক ওই শিবিরে যোগ দেন। বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরকে বৈঠকের লাইভ স্ট্রিমিং করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরাও নোভেল করোনা সংক্রমণ মোকাবিলায় কী করণীয়, সে সম্পর্কে জানতে পারেন।
যদিও, এদিনও মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, জানিয়েছেন, যারা বেশি দামে মাস্ক বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন হর্ষবর্ধন।
ইতিমধ্যেই, সব মন্ত্রক ও দফতরে আগামী ৩১ মার্চ পর্যন্ত বায়োমেট্রিক অ্যাটেনডেন্স পদ্ধতি বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -