LIVE UPDATES করোনাভাইরাস: সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নিতে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি সনিয়া গাঁধীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Mar 2020 08:51 PM
প্রেক্ষাপট
ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩১। শুক্রবার, দিল্লিতে আকের ব্যক্তির দেহে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সঞ্জীব কুমার জানিয়েছেন,...More
ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩১। শুক্রবার, দিল্লিতে আকের ব্যক্তির দেহে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সঞ্জীব কুমার জানিয়েছেন, দিল্লির উত্তম নগরের বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি তাইল্যান্ড ও মালয়েশিয়াতে গিয়েছিলেন। দিল্লির পাশাপাশি, করোনায় আক্রান্ত ব্যক্তিদের সন্ধান মিলেছে উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা ও কেরলে। এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় জমায়েত এড়ানোর পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কোনও অনুষ্ঠানের আয়োজন হলে, সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়মবিধি মেনে চলার ক্ষেত্রে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে নির্দেশ দিল কেন্দ্র। দিল্লিতে আজ দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এ রাজ্য থেকে ৬ জন চিকিৎসক ওই শিবিরে যোগ দেন। বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরকে বৈঠকের লাইভ স্ট্রিমিং করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরাও নোভেল করোনা সংক্রমণ মোকাবিলায় কী করণীয়, সে সম্পর্কে জানতে পারেন। যদিও, এদিনও মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, জানিয়েছেন, যারা বেশি দামে মাস্ক বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন হর্ষবর্ধন। ইতিমধ্যেই, সব মন্ত্রক ও দফতরে আগামী ৩১ মার্চ পর্যন্ত বায়োমেট্রিক অ্যাটেনডেন্স পদ্ধতি বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
করোনা: ২৪ ঘন্টার হেল্পলাইন নম্বর জানালেন মুখ্যমন্ত্রী