Live Updates: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯৬, রাজ্যে ৭জনের শরীরে চিনা ভাইরাস

সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই রাজ্য এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ জন। মুম্বইয়ে আক্রান্ত ১৯ জন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, রাস্তায় লোকজনের ভিড় না কমলে রাজ্য সরকার লোকাল ট্রেন সব ধরনের গণ পরিবহণ পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হবে। মুম্বই, পুণে, পিম্পরি-চিঞ্চওয়াড় ও নাগপুরের বাসিন্দাদের ৩১ তারিখ পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে মহারাষ্ট্র সরকার।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Mar 2020 12:01 AM

প্রেক্ষাপট

মুম্বই: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে মুম্বইয়ের ‘লাইফ লাইন’ লোকাল ট্রেনে আজ থেকে ৩১ তারিখ পর্যন্ত সাধারণ মানুষের ওঠা নিষিদ্ধ করে দিল মহারাষ্ট্র সরকার। একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই...More

দেশজুড়ে ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা ভাইরাস। চিনা ভাইরাসে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯৬। রবিবার দেশজুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রচুর মানুষ নিজেদের স্বেচ্ছায় ঘরবন্দি করে রাখেন। পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক শহরে আংশিক লকডাইন ঘোষণা করা হয়েছে। তবে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, সুরক্ষার জন্য আরও বেশি সময়ের জন্য প্রয়োজন লকডাউন।