অযোধ্যা: ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপূজা অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে আছেন আরএসএস প্রধান মোহন ভাগবত প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী ও উমা ভারতী। এই অনুষ্ঠান সরাসরি দেখানো হবে দূরদর্শনে। এমনই জানালেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র। তিনি আরও জানিয়েছেন, সব ধর্মের নেতাদেরই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে ২০০ জনের বেশি লোককে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না। আমন্ত্রিতদের তালিকা এখনও সম্পূর্ণ হয়নি।


শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অপর এক সদস্য কামেশ্বর চৌপল জানিয়েছেন, ভাগবত, আরএসএস সম্পাদক সুরেশ ভাইয়াজি এবং বিশ্ব হিন্দু পরিষদের অলোক কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। চৌপল আরও জানিয়েছেন, ভূমিপূজার জন্য গুরুদ্বার, বৌদ্ধ ও জৈন মন্দির সহ দেশের সব গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান থেকে মাটি আনা হচ্ছে অযোধ্যায়।