চতুর্থ দফার লকডাউন আলাদা হবে, নতুন নিয়ম ১৮ তারিখের আগে সব জানিয়ে দেওয়া হবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লকডাউনের চতুর্থ দফা কীভাবে পালন তা জানানো হবে ১৮ মে-র আগে

Continues below advertisement

নয়াদিল্লি: প্রত্যাশিতই ছিল। হলও তাই। লকডাউনের চতুর্থ দফার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার, জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ দফার লকডাউনের নিয়ম ১৮ মে-র আগে দিয়ে দেওয়া হবে। লকডাউনের চতুর্থ দফা কীভাবে পালন তা জানানো হবে ১৮ মে-র আগে।

Continues below advertisement

প্রসঙ্গত, লকডাউন যে বাড়তে পারে, তার ইঙ্গিত মিলেছিল সোমবারই। গতকাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ওই বৈঠকেই প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, প্রথমদফার লকডাউনে যে সব পদক্ষেপের প্রয়োজন ছিল, দ্বিতীয় দফার লকডাউনে তার দরকার হয়নি। সেইরকম ভাবেই তৃতীয় দফার লকডাউনে যে সব ব্যবস্থা নিতে হয়েছে, চতুর্থ দফার লকডাউনে তার প্রয়োজন পড়বে না।

যেহেতু এখন তৃতীয় দফার লকডাউন চলছে, তাই জল্পনা, প্রধানমন্ত্রী কি চতুর্থ দফার লকডাউনের ইঙ্গিত দিয়ে রাখলেন? গতকাল বৈঠকে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে সওয়াল করেন বলে সূত্রের খবর। চলতি লকডাউনের মেয়াদ ১৭ মে শেষ হচ্ছে।

প্রথম দফায় লকডাউন ছিল ২১ দিনের। শুরু হয়েছিল ২৫ মার্চ। শেষ হয় ১৩ এপ্রিল। দ্বিতীয় দফার লকডাউন ছিল ১৯ দিনের। শুরু ১৪ এপ্রিল, শেষ ৩মে। তৃতীয় দফার লকডাউনের ঘোষণা হয় ১৪ দিনের। মেয়াদ ৪ মে থেকে ১৭ মে। অর্থাৎ‍ তিন দফা মিলিয়ে আপাতত ৫৪দিনের লকডাউন চলছে। এবার চতুর্থ দফার লকডাউন।

Continues below advertisement
Sponsored Links by Taboola