নয়াদিল্লি: করোনাভাইরাস সঙ্কট নিয়ে ফের জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, এরকম সঙ্কট আমরা কোনওদিন দেখিনি, শুনিওনি। একটা ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিয়েছে। মানব জাতির পক্ষে এটা অকল্পনীয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন --

  • বিশ্বে করোনায় পৌনে তিন লক্ষ মানুষ মারা গেছে
  • ভারতে অনেক পরিবার তাঁদের স্বজনকে হারিয়েছেন
  • প্রত্যেক পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি
  • একটা ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিয়েছে
  • এরকম সঙ্কট আমরা কোনওদিন দেখিনি, শুনিওনি
  • মানব জাতির পক্ষে এটা অকল্পনীয়
  • সতর্ক থেকে সব নিয়ম পালন করে ভাইরাস থেকে বাঁচতে হবে
  • ভাইরাস থেকে বেঁচে এগিয়ে যেতে হবে
  • নিজেদের সঙ্কল্প আরও মজবুত করতে হবে
  • এই সঙ্কট থেকে মুক্ত হতে হবে
  • বিশ্বের করোনা পরিস্থিতি আমাদের শেখাচ্ছে আত্মনির্ভর ভারত
  • আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি
  • এই পরিস্থিতি ভারতের জন্য একটি সঙ্কেত নিয়ে এসেছে
  • করোনা সঙ্কটের শুরুতে ভারতে এন-৯৫ মাস্ক নামমাত্র উৎপাদন হত
  • এখন ভারতে রোজ ২ লক্ষ পিপিই, ২ লক্ষ এন-মাস্ক তৈরি হচ্ছে
  • জটিল পরিস্থিতি ভারতকে পরিবর্তন করেছে
  • গত শতাব্দী থেকে শুনেছি একবিংশ শতাব্দী ভারতের হবে
  • এখন বিশ্বজুড়ে ভারতের প্রশংসা হচ্ছে
  • ভারত দাঁড়িয়ে ৫টি পিলারের ওপর
  • অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্রাফি ও চাহিদা
  • করোনা পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ আর্থিক প্যাকেজ
  • আত্মনির্ভর ভারত অভিযানের জন্য বিশেষ প্যাকেজ
  • বিশেষ আর্থিক প্যাকেজ ২০ লক্ষ কোটি টাকার
  • ২০২০ সালে ২০ লক্ষ কোটির প্যাকেজ
  • জমি, শ্রম, নগদের জোগানের জন্য প্যাকেজ
  • কাল থেকে দেশের অর্থমন্ত্রী বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে বিস্তারিত জানাবেন
  • ভারতের জিডিপি-র ১০ শতাংশ এই আর্থিক প্যাকেজ
  • করোনা পরিস্থিতিতে মানুষ অনেক ত্যাগ করেছেন, কষ্ট পেয়েছেন
  • সেই সব মানুষের জন্য এই আর্থিক প্যাকেজ
  • সংগঠিত অথবা অসংগঠিত সবক্ষেত্রের মানুষের জন্য প্যাকেজ
  • দেশীয় সামগ্রী গর্বের সঙ্গে কিনুন
  • লকডাউনের চতুর্থ দফার ঘোষণা
  • চতুর্থ দফার লকডাউনের নিয়ম ১৮ মে-র আগে দিয়ে দেওয়া হবে
  • লকডাউনের চতুর্থ দফা কীভাবে পালন ? জানানো হবে ১৮ মে-র আগে