কলকাতা: রাজ্যের সব কনটেনমেন্ট জোনে ফের লকডাউন। বৃহস্পতিবার থেকে সব কনটেনমেন্ট জোনে লকডাউন।, ৯ জুলাই বিকেল ৫টা থেকে কনটেনমেন্ট জোনে লকডাউন কার্যকর।
এখন থেকে থাকবে না বাফার জোন, বাড়বে কনটেনমেন্ট জোনের পরিধি। ৩টি জোনকে একত্রিত করে সমস্ত কনটেনমেন্ট জোনে ৯ জুলাই বিকেল ৫টা থেকে ফের লকডাউন জারি করেছে প্রশাসন।
এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন স্বরাষ্ট্রসচিব। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস। কনটেনমেন্ট জোনের বাসিন্দারা অফিস যেতে পারবেন না। কনটেনমেন্ট জোনে যে সব সরকারি ও বেসরকারি কর্মচারী থাকেন, তাঁদের অফিস হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনটেনমেন্ট জোনে চলবে না কোনও যানবাহন। কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত দোকান। সমস্ত বাজার, কারখানা, বাণিজ্যিক গতিবিধি সম্পূর্ণ বন্ধ থাকবে। জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ থাকবে দোকান। কনটেনমেন্ট জোনে সব ধরনের ভিড়-জমায়েতে নিষেধাজ্ঞা। স্থানীয় প্রশাসন চেষ্টা করবে কনটেনমেন্ট জোনে হোম ডেলিভারির ব্যবস্থা করার। কখন, কীভাবে কনটেনমেন্ট জোন বাড়বে, ঠিক করবে প্রশাসন।
প্রসঙ্গত, এদিনই করোনা মোকাবিলায় কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হয়। পুলিশ সূত্রে খবর, ১৭ থেকে বেড়ে কনটেনমেন্ট জোনের সংখ্যা হয়েছে ২৮। এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সিল করা হয়েছে বেলেঘাটা চালপট্টির একটি এলাকা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও কঠোর পুলিশ।