কলকাতা: পশ্চিমবঙ্গে এখন থেকে সপ্তাহে ২ দিন করে সম্পূর্ণ লকডাউন। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন। পরের সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন।’ তিনি আরও বলেছেন, 'রাজ্যে কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে ধারণা।'


স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, আগামী সপ্তাহে ফের পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘সোমবার বৈঠক করে ফের সিদ্ধান্ত নেওয়া হবে’, বলেছেন আলাপন। যোগ করেছেন, ‘কোভিড হাসপাতাল ও সেফ হোমের সংখ্যা বেড়েছে। উপসর্গহীন হলে হোম আইসোলেশন ও সেফ হোমে রাখা হবে।’

স্বাস্থ্যভবনে ইন্টিগ্রেটেড হেল্পলাইন চালু হচ্ছে। ৬০টি ফোনে কথা বলতে পারবেন সাধারণ মানুষ। ১৮০০৩১৩৪৪৪২২২ এবং ০৩৩-২৩৪১২৬০০। টেলিমেডিসিনের হেল্পলাইন ০৩৩-২৩৫৭৬০০১। কলকাতায় অ্যাম্বুল্যান্স পরিষেবা ০৩৩-৪০৯০২৯২৯।