নয়াদিল্লি: পাকিস্তান থেকে রাজস্থান হয়ে এবার ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে পঙ্গপালের দল। মহারাষ্ট্রের পশ্চিম অংশে চার-পাঁচটি গ্রামে হানা দিয়েছে পঙ্গপাল। তাদের হাত থেকে ফসল রক্ষা করার জন্য রাসায়নিক স্প্রে করা শুরু হয়েছে। এবার দিল্লি ও মথুরাতেও পঙ্গপাল হানা দিতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।
মহারাষ্ট্রের কৃষি বিভাগের যুগ্ম ডিরেক্টর রবীন্দ্র ভোসালে জানিয়েছেন, ‘অমরাবতী জেলা হয়ে রাজ্যে প্রবেশ করেছে পঙ্গপাল। ওয়ার্ধা হয়ে পঙ্গপালের দল নাগপুরের কাতোল তেহসিলে হানা দিয়েছে। পঙ্গপালরা রাতে কোথাও যায় না। ওরা দিনের বেলায় হাওয়ার অভিমুখে যায়। সব ধরনের ফসলের পক্ষেই পঙ্গপাল বিপজ্জনক। ওরা সবুজ পাতা খায় এবং একরের পর একর জমির ফসল নষ্ট করে দেয়।’
পঙ্গপালের হানা ঠেকানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে মথুরা জেলা প্রশাসন। মজুত করা হয়েছে ২০০ লিটার ক্লোরোপাইরিফস। বিক্রেতাদের জেলার বাইরে এই রাসায়নিক বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ট্রাক্টর তৈরি রাখা হয়েছে। দমকল বিভাগকেও তৈরি থাকতে বলা হয়েছে।
রাজস্থানের পর পঙ্গপালের হানা মহারাষ্ট্রে, সতর্কতা জারি মথুরা, দিল্লিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2020 09:53 PM (IST)
মহারাষ্ট্রের কৃষি বিভাগের যুগ্ম ডিরেক্টর রবীন্দ্র ভোসালে জানিয়েছেন, অমরাবতী জেলা হয়ে রাজ্যে প্রবেশ করেছে পঙ্গপাল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -