নয়াদিল্লি: গোখরো অন্যতম বিষধর সাপ। এই সাপকে একবার দেখলেই অনেকেই শিউরে উঠবেন এবং প্রাণের দায়ে দৌড়ে পালাবেন। কিন্তু এই বৃদ্ধা যেন অন্য ধাতুতে গড়া। লম্বা একটি গোখরোর লেজ ধরে টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটলেন তিনি। আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) আধিকারিক সুশান্ত নন্দা এই আঁতকে ওঠার মতো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'গোখরোকে নিয়ে এমনটা কিন্তু করতে নেই'।



২৬ সেকেন্ডের এই ভিডিওতে এক বৃদ্ধাকে রাস্তা ধরে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। একটু দেখার পরই বোঝা যাবে একটি সাপকে লেজ ধরে টানতে টানতে নিয়ে চলেছেন তিনি। সুশান্ত নন্দা তাঁর পোস্টে জানিয়েছেন, ওই সাপ গোখরো।  ভয়ডরহীনভাবে ওই বৃদ্ধা সাপটিকে টেনে নিয়ে যান। তবে সর্বক্ষণেই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার দিকে তাঁর খেয়াল ছিল। এরপর একটা ফাঁকা জায়গায় এসে, যেখানে কোনও ঘরবাড়ি নেই, সেখানে বেশ কিছুটা দূরে সাপটিকে ছুঁড়ে ফেলে দেন তিনি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর ইউজার ভিডিওটি দেখে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।