মুম্বই: করোনা ভাইরাস মোকাবিলার লক্ষ্যে এবার নতুন পন্থা নিতে চলেছে গ্লেনমার্ক ফার্মাকিউটিক্যালস। আজ এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসের দু’টি ওষুধ ফ্যাভিপিরাভির ও ইউমিফেনোভিরের পরীক্ষা শুরু হবে। এই দু’টি ওষুধের কাজ ভিন্ন। ফলে একসঙ্গে এই দু’টি ওষুধ প্রয়োগ করা হলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

গ্লেনমার্কের ভাইস প্রেসিডেন্ট মনিকা ট্যান্ডন জানিয়েছেন, ‘আমাদের মনে হচ্ছে, ভারতে করোনা আক্রান্তদের চিহ্নিত করা এবং চিকিৎসার ক্ষেত্রে গ্লেনমার্কের এই পরীক্ষাই পথ দেখাবে। এর ফলে অনেক রোগীই উপকৃত হবেন। এছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণের ঝুঁকিও কমবে বলে আমাদের আশা।’

গ্লেনমার্ক সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি ১৫৮ জন করোনা আক্রান্তের উপর এই দু’টি ওষুধের পরীক্ষা চালানো হবে। এছাড়া কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ১৫০ জন রোগীর উপর ফ্যাভিপিরাভিরের তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হবে।