নয়াদিল্লি: কংগ্রেস, আমআদমি পার্টির (আপ) দায়ের করা অভিযোগের ভিত্তিতে নমো টিভি সম্পর্কে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের বিস্তারিত রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার মুখে গত ৩১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নামাঙ্কিত নমো টিভি চালু হয়েছে, তা কেবল টিভি, ডিটিএইচ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। কংগ্রেস, আপ জানতে চেয়েছে, ভোটে লড়া রাজনৈতিক দলগুলির নিজস্ব চ্যানেল থাকা মডেল নির্বাচনী আচরণবিধির পরিপন্থী কিনা। সূত্রের খবর, কমিশন নমো টিভি চ্যানেল প্রকাশের ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়েছে। কনটেন্ট টিভি নামেও চলছে চ্যানেলটি। তাতে লোগো হিসাবে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। চ্যানেলে মোদি, অন্য বিজেপি নেতাদের ভাষণ দেখানো হচ্ছে।
অরবিন্দ কেজরিবালের পার্টি আপ কমিশনের কাছে ওই চ্যানেল আনুষ্ঠানিক ভাবে শুরু করার আগে বিজেপি তাদের অনুমোদন চেয়েছিল কিনা, জানতে চায়। তাদের প্রশ্ন, মডেল আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর কোনও দলকে কি নিজেদের টিভি চ্যানেল খোলার অনুমতি দেওয়া যায়? এক্ষেত্রে কমিশন অনুমতি না দিয়ে থাকলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? মিডিয়া সার্টিফিকেশন কমিটির কাছে বিজেপি গিয়েছিল কিনা, তাও জানতে চায় তারা। না গিয়ে থাকলে মডেল আচরণবিধি ভাঙায় কেন তাদের শোকজ করা হয়নি? আপের আইনি শাখা কমিশনে দেওয়া চিঠিতে বলেছে, সুপ্রিম কোর্ট বেশ কিছু মামলায় জানিয়েছে, সব রাজনৈতিক দলকে সমান ভাবে প্রচারের সুযোগ দিতে হবে, সেটা দেখার দায়িত্ব কমিশনের।
‘নমো টিভি’র প্রকাশ মডেল আচরণবিধি, জনপ্রতিনিধি আইনের পরিপন্থী বলে জানিয়ে কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেসও।
আলাদা ভাবে কমিশন ৩১ মার্চ বিকালে এক ঘন্টা ধরে ম্যায় ভি চৌকিদার অনুষ্ঠান তাজা সম্প্রচার করায় দূরদর্শনকেও লিখিত নোটিস পাঠিয়েছে বলে খবর। কমিশনের কাছে কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দিষ্ট কিছু ভাষণ শোনানোর মাধ্যমে দূরদর্শনের অপব্যবহার করেছে বিজেপি। ভোটপ্রচারে সব দলেরই সমান সুযোগ পাওয়া উচিত বলে দাবি কংগ্রেসের।
তারা বলেছে, প্রধানমন্ত্রীর ম্যায় ভি চৌকিদার অনুষ্ঠানটি ডিডি নিউজ, তার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে, এমনকী ডিডি নিউজের সোস্যাল মিডিয়া হ্যান্ডলেও তার আগাম প্রচার হয়েছে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
নমো টিভি: কংগ্রেস, আপের আপত্তি, তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি, রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
Web Desk, ABP Ananda
Updated at:
03 Apr 2019 08:55 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -