সেকেন্দরাবাদ: অনলাইন গেম পাবজি খেলার নেশা হয়ে গিয়েছিল। পরীক্ষার সময়ও খেলা থামায়নি। এর জন্য মা বকাবকি করেন। তার জেরেই আত্মহত্যা করল দশম শ্রেণির এক ছাত্র। মর্মান্তিক এই ঘটনা তেলঙ্গানার সেকেন্দরাবাদের মালকজগিরি থানা এলাকার। তদন্ত শুরু করেছে পুলিশ।


মালকজগিরি থানার ইন্সপেক্টর কে সঞ্জীবা রেড্ডি জানিয়েছেন, ১৬ বছরের ছেলেটি তার বাবা-মার মোবাইল ফোনে পাবজি গেম খেলত। পরীক্ষা চলাকালীন অনলাইন গেম খেলায় সোমবার রাতে তার মা বকাবকি করেন। এরপর ছেলেটি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে সিলিং ফ্যান থেকে গলায় তোয়ালের ফাঁস দিয়ে ঝুলে পড়ে। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার বাবা-মা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন সে ঝুলছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।