সাংবাদিক বৈঠকে বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সিংহ বলেছেন, ‘লাভ জিহাদ একটি গুরুতর সমস্যা। অনেক মা-বোনকে এর ফল ভুগতে হয়েছে। এটি রাজ্যের বিষয়। ‘লাভ জিহাদ’ রোখার জন্য রাজ্য সরকারগুলির ব্যবস্থা নেওয়া উচিত।’
উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো বিজেপি-শাসিত রাজ্যগুলি ‘লাভ জিহাদ’ রোখার জন্য আইন আনার কথা জানিয়েছে। আজ বিজেপি সাধারণ সম্পাদক জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যগুলি শীঘ্রই এ বিষয়ে আইন জারি করবে।
বিরোধী দলগুলি অবশ্য এই ইস্যুতে একযোগে বিজেপি-কে আক্রমণ করেছে। তাদের দাবি, সমাজে বিভাজনের নীতি নিয়েছে বিজেপি। এই ধরনের আইন সংবিধান-বিরোধী। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও বিজেপি-র তীব্র সমালোচনা করেছেন। পাল্টা তাঁকে আক্রমণ করে বিজেপি সাধারণ সম্পাদক বলেছেন, ’২০১৮ সালে বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস কৃষকদের ঋণ মকুব, বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল। বাঘেল সেই প্রতিশ্রুতি পালন করেছেন কি না, সেই জবাব আগে দিতে হবে। তাঁর সরকার দুর্নীতি ও অপশাসন চালিয়ে যাচ্ছে।’