একদিনে যাদবপুর থানায় ১৪টি অভিযোগ দায়ের, ফের এটিএম জালিয়াতির আতঙ্ক
Web Desk, ABP Ananda | 02 Dec 2019 11:07 AM (IST)
তবে প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।
কলকাতা: ফের কলকাতায় এটিএম জালিয়াতির আতঙ্ক। একদিনে যাদবপুর থানায় ১৪টি অভিযোগ দায়ের। পুলিশ সূত্রে খবর, ফোন কল অথবা ওটিপি সংক্রান্ত তথ্য আদানপ্রদান না হওয়া সত্ত্বেও বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। প্রতারণার শিকার হয়েছেন এসবিআই, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের একাধিক গ্রাহক। খোয়া যাওয়া টাকার পরিমাণ ১০ হাজার থেকে ৩০ হাজার। পুলিশ সূত্রে খবর, প্রতিটি ক্ষেত্রেই টাকা তোলা হয়েছে দিল্লির কোনও এটিএম থেকে। এটিএমে কোনও যন্ত্র লাগিয়ে টাকা তোলা হয়েছে কিনা, খতিয়ে দেখতে এলাকার বিভিন্ন এটিএমে তল্লাশি চালিয়েছে যাদবপুর থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।