নয়াদিল্লি: প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা। বয়স হয়েছিল ৮২। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা  রয়েছেন, গত মাসে আর এক পুত্রের মৃত্যু হয়েছে।


বিজেপির এক সময়ের এই প্রথম সারির নেতার ছেলে হরিশ খুরানা জানিয়েছেন, গতকাল রাত এগারোটা নাগাদ দিল্লির কীর্তিনগরের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। বুকে সংক্রমণ ছিল তাঁর, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর।

৫ বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে খুরানা অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই ভুগছিলেন তিনি। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত দিল্লির বিজেপি অফিসে শায়িত থাকবে দেহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মদনলাল খুরানার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, বলেছেন, দিল্লিতে দলকে শক্তিশালী করার পিছনে তাঁর অবদান সব সময় স্মরণ করা হবে। দেশভাগের পর দিল্লিতে আসা উদ্বাস্তুদের সেবায় অসামান্য অবদান রয়েছেন তাঁর।




১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত খুরানা দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০৪-এ রাজস্থানের রাজ্যপাল হন তিনি। কিন্তু পদত্যাগ করে সে বছর অক্টোবরে আবার ফিরে আসেন সক্রিয় রাজনীতিতে। দিল্লির এই চারবারের সাংসদ অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন, সামলেছেন পর্যটন মন্ত্রকও।