পানাজি: অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। তিনি পরিবারের লোকজনের সঙ্গে থাকতে চাইছেন। এমনই জানালেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ পর্রীকর। তিনি নয়াদিল্লির এইমসে ভর্তি ছিলেন। তবে এখন বাড়িতেই আছেন। এতদিন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানায়নি গোয়া সরকার। তবে শনিবার এক অনুষ্ঠানে রানে বলেন, ‘লুকনোর কিছু নেই, মুখ্যমন্ত্রী অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছেন। তাঁর শারীরিক অবস্থা বিশেষ ভাল না। তাঁকে এইমস থেকে নিয়ে আসা হয়েছে। তিনি পরিবারের লোকজনের সঙ্গে আছেন। তাঁকে বিশ্রাম নিতে দিন। গোয়ার মানুষের জন্য কাজ করার পর তাঁর বিশ্রাম নেওয়ার অধিকার আছে।’

গোয়া কংগ্রেসের মুখপাত্র জিতেন্দ্র দেশপ্রভুর দাবি ছিল, রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা জানাতে হবে। এরই জবাবে রানে বলেছেন, ‘জিতেন্দ্র দেশপ্রভু যা-ই বলুন না কেন, সারা গোয়া জানে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভাল না। তিনি পরিবারের সঙ্গে থাকতে চান। তাঁর পরিবারেরই স্বাস্থ্যের বিষয়ে মন্তব্য করা উচিত। আমাদের গোপনীয়তা বজায় রাখা উচিত।’