ছিন্দওয়াড়া: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল মধ্যপ্রদেশ বিজেপি। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ক্যাবিনেট মন্ত্রী পদ্মা শুক্লা। মধ্যপ্রদেশ রাজ্য সামাজিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ছিলেন। এর সুবাদে তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পেতেন। সেই পদে ইস্তফা দিয়ে রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ এই নেত্রী কংগ্রেসে যোগ দিলেন।
৬৩ বছরের পদ্মা শুক্লার সঙ্গে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ১৫০ জন কর্মীও। মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথের নেতৃত্বে একটি অনুষ্ঠানে পদ্মা শুক্লা সদলবলে কংগ্রেসে যোগ দিলেন।
দীর্ঘ ৩৮ বছর বিজেপির সঙ্গে যুক্ত এই নেত্রী বলেছেন, বিজেপির প্রাথমিক সদস্যপদ ও সমাজ কল্যাণ পর্ষদের চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছি।
জানা গেছে, মধ্যপ্রদেশের মন্ত্রী সঞ্জয় পাঠকের সঙ্গে বনিবনা হচ্ছিল না পদ্মা শুক্লার। পাঠক কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন। ২০১৩-র ভোটে বিজয়রাঘগড় বিধানসভা আসনে তত্কালীন কংগ্রেস প্রার্থী পাঠকের বিরুদ্ধে লড়াই করে ৯২৯ ভোটে হেরে গিয়েছিলেন পদ্মা শুক্লা।
এরপর পাঠক কংগ্রেস বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন এবং ২০১৪-র উপনির্বাচনে বিজেপির টিকিটে ওই আসন থেকেই জয়ী হয়েছিলেন। পরে শিবরাজ সিংহ চৌহান সরকারের মন্ত্রী হয়েছিলেন।
পদ্মা শুক্লা এদিন বলেছেন, বিজয়রাঘবগড়ে ২০১৪-র উপনির্বাচনের পর থেকেই দলের কর্মীদের অবমাননা করা হচ্ছিল। এজন্যই তিনি বিজেপি ছেড়েছেন।