চণ্ডীগড়: টানা বৃষ্টির জেরে পঞ্জাবে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই অবস্থায় আগামীকাল রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। তিনি আজ জরুরি বৈঠক করেন। সেই বৈঠকে রাজস্ব কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, জলস্তর নামার পরেই ফসলের ক্ষতির হিসেব দেওয়ার কথা জানাতে হবে ডেপুটি কমিশনারদের। মন্ত্রী ও বিধায়কদের নিজেদের নির্বাচনী কেন্দ্রের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশও দিয়েছেন অমরিন্দর। জরুরি পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনীকেও তৈরি থাকতে বলা হয়েছে।
পঞ্জাব সরকার সূত্রে খবর, বন্যাদুর্গত অঞ্চলগুলিতে মানুষ ও গবাদি পশুদের জন্য শুকনো খাবার সরবরাহের জন্য রাজ্যের খাদ্য, গণবণ্টন ও প্রাণীসম্পদ বিভাগের মন্ত্রীদের নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজস্ব কমিশনারকে বলেছেন, প্রয়োজন হলে সেনাবাহিনী, বিএসএফ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর সাহায্য চাইতে হবে। স্বাস্থ্য বিভাগকেও তৈরি রাখা হয়েছে।
পঞ্জাবের রাজস্ব কমিশনার মুখ্যমন্ত্রীকে জানান, তিনি নিজে ডেপুটি কমিশনারদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের সেনার সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ডেপুটি কমিশনারদের ৭.৪০ কোটি টাকা করে দেওয়া হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রবল বৃষ্টির জেরে পঞ্জাবে বন্যা পরিস্থিতি, আগামীকাল বন্ধ স্কুল-কলেজ, তৈরি রাখা হচ্ছে সেনাকে
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2018 07:10 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -