পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে চিন ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন রাহুল। তোপ দেগেছেন মোদির বিরুদ্ধে। গতকালও চিন ইস্যুতে রাহুল আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে। ‘ক্ষেতি বাঁচাও যাত্রা’-য় যোগ দিয়ে কংগ্রেস সাংসদের মন্তব্য, ‘নরেন্দ্র মোদী কাপুরুষ। কাপুরুষ প্রধানমন্ত্রী বলেছেন কেউ আমাদের ভূখণ্ড দখল করেনি। বর্তমানে বিশ্বে একটাই দেশ, যার জমি অন্য কোনও দেশ অধিগ্রহণ করে বসে রয়েছে। ভারত হচ্ছে সেই দেশ যার ১,২০০ বর্গ কিলোমিটার জমি কেউ নিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেকে দেশভক্ত হিসেবে তুলে ধরেন, অথচ গোটা দেশ জানে যে চিনা সেনা ভারতের ভিতরে ঢুকে রয়েছে। আমরা ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে চিনকে দেশ ছা়ড়া করতাম।’
রাহুল প্রশ্ন তুলেছেন, চার মাস আগে চিন ভারতে ঢুকে পড়লেও, আর কত সময় মোদি নেবেন চিনকে ভারত ছা়ড়া করতে? ইউপিএ সরকার গঠিত না হওয়া পর্যন্ত চিন জমি দখল করে বসে থাকবে বলেও মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ। তাঁর দাবি, কৃষক ও শ্রমিকদের শক্তি প্রধানমন্ত্রী বুঝতে চান না। তিনি শুধু নিজের ভাবমূর্তি নিয়ে সদা সচেতন।
রাহুলের এই কটাক্ষের জবাবে পাল্টা আক্রমণ শানিয়েছেন নরোত্তম মিশ্র। তিনি বলেছেন, ‘১০ দিনে ঋণ মকুব, ১৫ দিনে চিনকে তাড়ানো...আমি ওঁর সেই শিক্ষককে শ্রদ্ধা জানাতে চাই, যিনি ওঁকে এসব শিখিয়েছেন। এমন ভালমানের মাদক আপনি কোথা থেকে পান?’