নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ফের অনুপ্রবেশকারী ইস্যু খুঁচিয়ে তুললেন বিজেপি সভাপতি অমিত শাহ। নয়াদিল্লির রামলীলা ময়দানে এক জনসভায় তিনি বলেছেন, ‘২০১৯-এ সরকার গড়ার পরে বিজেপি সারা দেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে।’
এই ইস্যুতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকেও আক্রমণ করে বিজেপি সভাপতি বলেছেন, ‘অনুপ্রবেশকারীরা এদেশে উইপোকার মতো ছেয়ে গিয়েছে। তারা দিল্লিতেও সমস্যা তৈরি করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে কোনও দেশভক্তর ভয় পাওয়ার কথা নয়। কিন্তু আমরা যখনই ব্যবস্থা নিই, রাহুল বাবা ও কেজরীবাল হইচই শুরু করে দেন। তাঁরা ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ান।’
২০১৯-এ বিজেপি জিতলে সারা দেশেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, দাবি অমিত শাহের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2018 07:04 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -