মুম্বই: রাজ্যের ১৩ টি বিশ্ববিদ্যালয়েই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত স্টাডি চেয়ার হবে মহারাষ্ট্র। রাজ্যের অর্থমন্ত্রী সুধীর মুঙ্গাতিওয়ার আজ এ কথা ঘোষণা করেছেন।
আগামীকাল মুম্বই সহ আগামীদিনে ১৩ টি শহরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে যথোচিত শ্রদ্ধা নিবেদনের কর্মসূচীর আয়োজন করেছে মহারাষ্ট্র বিজেপি।
মুঙ্গাতিওয়ার বলেছেন, আগামীকাল বাজপেয়ীর অস্থি কলস নিয়ে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল, প্রকাশ জাভড়েকর এবং মহারাষ্ট্র বিজেপির প্রধান রাওসাহেব ডানভে।
সেই অস্থি কলস দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-তে নিয়ে আসা হবে। সেখানে সন্ধে ৬ টায় একটি অনুষ্ঠানে প্রয়াত বিজেপি নেতাকে শ্রদ্ধা নিবেদন করা হবে।
অর্থমন্ত্রী বলেছেন, সেখানে অন্যান্য দলের নেতারাও বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে পারবেন। তিনি আরও বলেছেন, মুম্বই ও পুনে সহ রাজ্যের ১৩ শহরের ১১ নদীতে প্রয়াত নেতার অস্থি বিসর্জন করা হবে।
মুঙ্গাতিওয়ার জানিয়েছেন, রাজ্যের দুটি বেসরকারি ও ১১ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটিতে বাজপেয়ীর নামে স্টাডি চেয়ার করতে সরকার ২০ কোটি টাকার একটি তহবিল তৈরি করেছে।
মহারাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে বাজপেয়ীর নামাঙ্কিত স্টাডি চেয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2018 06:29 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -