কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসু ‘গোরাদের’ বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন, আর আমরা ‘চোরেদের’ বিরুদ্ধে লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে বললেন হার্দিক প্যাটেল। এদিনের সমাবেশে মমতা প্রথম বলতে ডাকেন গুজরাতের পাতিদার গোষ্ঠীর এই নেতাকে। তিনি তৃণমূল নেত্রীকে ধন্যবাদ দেন সব প্রধান বিরোধী দলের নেতাকে এক মঞ্চে নিয়ে আসার উদ্যোগ নেওয়ার জন্য, বলেন, এখানে যে জনজোয়ার দেখা যাচ্ছে, তা বিজেপির ক্ষমতা থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
হার্দিকের পরের বক্তা দলিত নেতা জিগনেশ মেভানিও বলেন, এত বিরোধী নেতার একসঙ্গে হওয়া থেকেই বদলের বার্তা স্পষ্ট। লোকসভা ভোটে পরিবর্তনের দামামা বেজে গিয়েছে। বিরোধীদের মহাগঠবন্ধন বিজেপি, আরএসএসের পরাজয় নিশ্চিত করবে বলে জানান গুজরাতের এই দলিত বিধায়ক। বলেন, দেশ এক অভূতপূর্ব সঙ্কটের মধ্যে রয়েছে। গরিব, সংখ্যালঘু, দলিতরা বিজেপির সাড়ে চার বছরের শাসনে শোষিত হচ্ছেন।
মহাগঠবন্ধন কেন্দ্রে যখন সরকার গড়বে, দেশে সংবিধানের সম্মান ঊর্ধ্বে তুলে ধরবে, দেশ এক প্রকৃত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিনের সমাবেশে বিজু জনতা দল ও বামেরা ছাড়া প্রায় গোটা বিরোধী শিবির হাজির হয়েছে।

.