যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, বললেন স্বরা ভাস্কর
ABP Ananda, Web Desk | 19 Jan 2019 08:41 AM (IST)
মুম্বই: বলিউডে তিনি তখন নতুন। সে সময় এক পরিচালক তাঁকে যৌন হেনস্থা করেন কিন্তু তা বুঝতে তাঁর দীর্ঘদিন লেগেছিল। অভিযোগ করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে স্বরা কারও নাম করেননি। শুধু বলেছেন, অপরাধী এক চলচ্চিত্র পরিচালক। সে সময় তিনি ঘটনা বুঝতে পারেননি, পুরোপুরি বুঝতে তাঁর ৬ থেকে ৮ বছর লেগেছিল। তাঁর সঙ্গে যা ঘটেছিল, ঠিক তেমনই ঘটনা নিয়ে একটি আলোচনা শুনে বুঝতে পারেন, ৩ বছর আগে তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। স্বরার বক্তব্য, যৌনগন্ধী স্পর্শ কাকে বলে তা ছোট থেকে মেয়েদের শেখানো হয় না। ফলে হেনস্থা হয়েও অনেক সময় তা বুঝতে সময় লাগে তাঁদের। কিছুদিন আগে স্বরার বন্ধু সোনম কপূরও কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ব্যাপারে মুখ খোলেন। কারও নাম না করে বলেন, তাঁর ২ অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন।