নয়াদিল্লি: ভারতে অতীতে বহুবার অনেকগুলি দলকে নিয়ে মহাজোট গঠনের চেষ্টা করা হয়েছে। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ এই মন্তব্যই করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, ২০১৯-এও যদি ফের এই ধরনের কোনও জোট গঠনের চেষ্টা হয়, তাহলে একজন বলিষ্ঠ নেতার নেতৃত্বে উন্নতির লক্ষ্যে কাজ করে চলা স্থিতিশীল সরকারের বিরুদ্ধে নৈরাজ্যবাদীদের লড়াই হবে।
অতীতে বিভিন্ন সময়ে মহাজোটের কথা স্মরণ করিয়ে দিয়ে জেটলি বলেছেন, ‘চন্দ্রশেখরের নেতৃত্বে মহাজোট গঠনের চেষ্টা হয়েছিল। ভি পি সিংহও আংশিকভাবে সেই চেষ্টা করেন। চরণ সিংহ, আই কে গুজরাল ও দেবেগৌড়াও মহাজোট গঠনের চেষ্টা করেন। এটা এমন একটা পরীক্ষা, যেখানে নীতিকে হত্যা করা হয় এবং সরকারের স্থায়িত্ব কয়েক মাস। তাই মহাজোটের কথা শুনতে অভিনব মনে হলেও, এটা যাচাই করা, পরীক্ষিত এবং ব্যর্থ। আঞ্চলিক স্বার্থের কথা মাথায় রেখে চলা কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে জোট করা যায় না।’
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বিরোধীদের ঐক্যবদ্ধ করতে চাইছেন। তবে বিরোধীদের এই উদ্যোগ সফল হবে না বলেই দাবি জেটলির।
ভারতে অতীতে বারবার মহাজোট ব্যর্থ হয়েছে, ২০১৯-এও লাভ হবে না, দাবি জেটলির
Web Desk, ABP Ananda
Updated at:
06 Oct 2018 06:48 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -