অতীতে বিভিন্ন সময়ে মহাজোটের কথা স্মরণ করিয়ে দিয়ে জেটলি বলেছেন, ‘চন্দ্রশেখরের নেতৃত্বে মহাজোট গঠনের চেষ্টা হয়েছিল। ভি পি সিংহও আংশিকভাবে সেই চেষ্টা করেন। চরণ সিংহ, আই কে গুজরাল ও দেবেগৌড়াও মহাজোট গঠনের চেষ্টা করেন। এটা এমন একটা পরীক্ষা, যেখানে নীতিকে হত্যা করা হয় এবং সরকারের স্থায়িত্ব কয়েক মাস। তাই মহাজোটের কথা শুনতে অভিনব মনে হলেও, এটা যাচাই করা, পরীক্ষিত এবং ব্যর্থ। আঞ্চলিক স্বার্থের কথা মাথায় রেখে চলা কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে জোট করা যায় না।’
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বিরোধীদের ঐক্যবদ্ধ করতে চাইছেন। তবে বিরোধীদের এই উদ্যোগ সফল হবে না বলেই দাবি জেটলির।