বানিহাল/জম্মু: জম্মু ও কাশ্মীরের রামবন জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে মিনিবাস দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ২০ জনের। জখম ১৬ জন। চালক নিয়ন্ত্রণ হারানোয় মিনিবাসটি খাদে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে চার মহিলা ও চালক আছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে উধমপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দু’জনকে জম্মুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।


ডোডা-কিশতওয়ার-রামবন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রফিক-উল-হাসান জানিয়েছেন, বাসটি বানিহাল থেকে রামবনের দিকে যাচ্ছিল। বাসটিতে অত্যধিক যাত্রী ছিলেন। সকাল ৯.৫৫ মিনিটে দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারানোয় মারুফের কাছে কেলা মোড়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। স্থানীয় লোকজন উদ্ধারকার্য শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধারকার্যে যোগ দেয়।