কলকাতা :  মহালয়ার ভোর মানে শৈশবের হাতছানি। কাকভরে ঘুম ভেঙে কানে ভেসে আসে রেডিও-র সেই অতি পরিচিত...আশ্বিনের শারদ প্রাতে...। মনে হয়, মা দুগ্গা এলেন বলে। বিছানা ছেড়ে ওঠে বাইরে চোখ মেলে টুপটাপ ঝরে পড়া শিউলি, ফিকে হয়ে আসা অন্ধকার, বাঙালির সবচেয়ে বড় উৎসবের বার্তাবাহী হয়ে ওঠে। মহালয়া পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। আর মহালয়া থেকে পুজো। চণ্ডীপাঠ তো অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। এবার এবিপি আনন্দে শুনে নিন মহালয়ার চণ্ডীপাঠ। এবিপি আনন্দে মহালয়ার চণ্ডীপাঠ  শুনুন-

ছোট থেকেই মহালয়ার দিন থেকেই ছুটি ছুটি হয়ে যায় মনটা। দেবী আসছেন যে। গিরিনন্দিনীর আগমণীর সূচনা মহালয়া থেকে শুরু হয়ে যায়। প্যান্ডেলে প্যান্ডেলে প্রস্তুতি তুঙ্গে ওঠে। এবার করোনা বিধি মেনে পুজো। পরিচিত আড়ম্বর-জৌলুসে খানিকটা টান পড়বে। প্রাণের উৎসবের আবেগ তাতে কী বাধা মানে!