নয়াদিল্লি: করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ী। আজ তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি আইসোলেশনে আছেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন গডকড়ী।

এই কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইট, ‘গতকাল আমি দুর্বল বোধ করছিলাম। সেই কারণেই ডাক্তার দেখাই। চেক আপের সময়ই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে সবার শুভেচ্ছা ও আশীর্বাদে আমি ভাল আছি। আমি আইসোলেশনে আছি।’