নয়াদিল্লি: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে জোট শরিক বিজেপিতে সতর্কবার্তা শিবসেনার। দলের মুখপাত্র সামনা-য় প্রকাশিত নিবন্ধে বিজেপিকে ক্ষমতার বাড়াবাড়ি নিয়ে খোঁচাও দেওয়া হয়েছে। সামনা-য় বলা হয়েছে, এবার বিজেপির পক্ষে মহা জনাদেশ নেই। পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বিজেপির সমালোচনার পাশাপাশি শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেসকে ক্রমবর্দ্ধমান শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে শিবসেনা বলেছে, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে যে, মানুষ ক্ষমতার দম্ভ সহ্য করে না। সম্পাদকীয়তে বলা হয়েছে, দম্ভ দেখালেই শেষ হয়ে যেতে হবে।
সামনা-র নিবন্ধে বলা হয়েছে, মহারাষ্ট্রের মানুষ তাঁদের মত জানিয়ে দিয়েছেন। আপনারা ব্যাপক জনাদেশ পাননি। ক্ষমতার দম্ভ দেখাবেন না। তেমন চেষ্টা করলে শেষ হয়ে যেতে হবে।আপনারা একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।
সামনা-য় আরও বলা হয়েছে, দল ভাঙিয়ে ও দলত্যাগ করিয়ে ভোটে জয়ী হওয়া যেতে পারে, বিজেপির এই চিন্তাভাবনা নস্যাত্ হয়ে গিয়েছে জনতার রায়ে। দলছুটদেরও কড়া সবক শিখিয়েছেন ভোটাররা।
ভোটের আগে কংগ্রেস ও এনসিপি ছেড়ে শাসক শিবিরে যোগদানের হিড়িকের প্রসঙ্গ তুলে এই মন্তব্য করা হয়েছে সামনা-য়।
শিবসেনার মুখপত্রে বিরোধী দলগুলির পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, এবার কংগ্রেস ও এনসিপি ১০০-র বেশি আসন পেয়েছে।
সামনা-র নিবন্ধে বিশেষ করে এনসিপি-র পারফরম্যান্সের প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, দলে ভাঙন তৈরির চেষ্টা সত্ত্বেও এনসিপি ভালো ফল করেছে।
উল্লেখ্য, এবার মহারাষ্ট্র বিধানসভায় প্রায় ১৬০ আসন পেয়ে ফের সরকার গড়তে চলেছে বিজেপি-শিবসেনা জোট। তবে জোটের আসন সংখ্যা ২০০ পেরিয়ে যাওয়ার যে দাবি করা হচ্ছিল, তা অবশ্য পূরণ হয়নি।