চণ্ডীগড়: ত্রিশঙ্কু হল হরিয়ানা বিধানসভা। ৯০টি আসনের মধ্যে ৪০টি আসনে জয়ী হল বিজেপি। যা ম্যাজিক ফিগারের চেয়ে ৬টি কম। অন্যদিকে, খাদের ধার থেকে ঘুরে দাঁড়িয়ে ৩১টি আসনে জিতল কংগ্রেস। তবে সরকার গড়ার চাবিকাঠি হাতে রইল জননায়ক জনতা পার্টির নেতা দুষ্মন্ত সিংহের হাতেই।
লোকসভা ভোটে বিরোধীদের ধূলিসাৎ করে হরিয়ানার ১০টি আসনই দখল করেছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে ৭৫-এর টার্গেট নিয়ে নামা অমিত শাহদের বিজয়রথ ধাক্কা খেল। ত্রিশঙ্কু হল হরিয়ানা বিধানসভা।
৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। কিন্তু, ৪০-এই থামতে হল ক্ষমতাসীন বিজেপিকে। সবাইকে চমকে দিয়ে দুরন্ত পারফরম্যান্স করে কংগ্রেস জিতল ৩১টি আসনে। জননায়ক জনতা পার্টি বা জেজেপি-র দখলে এল ১০টি আসন। অন্যান্যের ঝুলিতে ৯টি আসন।
অর্থাৎ সরকার কে গড়বে, তা এখনও ঠিক নয়। ২০১৪-তে হরিয়ানা বিধানসভা নির্বাচনে পতন হয় কংগ্রেসের ভূপিন্দর সিংহ হুডা সরকারের। ২০১৪-তে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪৭টি আসনে জয়ী হয় বিজেপি।
২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী বিজেপি একাই পায় ৭৯টি আসন। কিন্তু, পাঁচ মাসের মাথায় সেই হরিয়ানাতেই বিজেপির আসন কমে হল ৪০।
উল্টোদিকে ২০১৪-র বিধানসভা নির্বাচনে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ১৫টি আসনে জয়ী হয় কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী কংগ্রেস পায় মাত্র ১০ টি আসন। আর এবার বিধানসভা নির্বাচনে একলাফে কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে হল ৩১।
এবার সবচেয়ে বড় প্রশ্ন হল রাজধানী ঘেঁষা এই রাজ্যে সরকার কে গড়বে?