চণ্ডীগড়: হরিয়ানায় ভোটের ফলে দেখা যাচ্ছে বিজেপির ভোট শেয়ার এবার ২২ শতাংশ কমে গিয়েছে। অথচ এপ্রিল-মে মাসে লোকসভা ভোটে বিজেপি সবকটি আসন জিতেছিল, ভোট শেয়ার ছিল ৫৮ শতাংশ। কিন্তু বিধানসভা নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ৩৬.৩ শতাংশ।
এবার হরিয়ানায় বিজেপির স্লোগান ছিল, অবকি বার ৭৫ পার। কিন্তু পরিস্থিতি এমন যে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর নিজে জিতলেও তাঁর মন্ত্রিসভার ৭ সদস্য হেরে গিয়েছেন। গতবার তারা ক্ষমতায় এসেছিল ৯০টির মধ্যে ৪৭ আসন পেয়ে। এবার ৪৬-এর ম্যাজিক ফিগারও ছুঁতে পারেনি, পেয়েছে ৪০টি আসন। উল্টোদিকে তুলনামূলকভাবে ভাল ফল করেছে কংগ্রেস, লোকসভা নির্বাচনে তারা ভোট পেয়েছিল ২৮.৪২ শতাংশ, বিধানসভা নির্বাচনের পর দেখা যাচ্ছে, তাদের ভোট শেয়ার প্রায় একই রয়েছে, ২৮.২ শতাংশ।
লোকসভা ভোটের হিসেব অনুযায়ী বিজেপি ৭৯টি বিধানসভায় এগিয়ে ছিল। বিধানসভা ভোটের পর তা ৩৯টি কমে গিয়েছে। লোকসভা ভোটের নিরিখে কংগ্রেস এগিয়েছিল ১০টি আসনে, বিধানসভায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩১। একইভাবে জজপা লোকসভা ভোটের হিসেবে মাত্র ১টি আসনে এগিয়ে ছিল কিন্তু বিধানসভা ভোটে দেখা যাচ্ছে, ১০টি আসন দখল করেছে তারা।
হরিয়ানায় বিজেপির ভোট কমল ২২ শতাংশ
ABP Ananda, Web Desk
Updated at:
25 Oct 2019 09:50 AM (IST)
এবার হরিয়ানায় বিজেপির স্লোগান ছিল, অবকি বার ৭৫ পার। কিন্তু পরিস্থিতি এমন যে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর নিজে জিতলেও তাঁর মন্ত্রিসভার ৭ সদস্য হেরে গিয়েছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -