এর মধ্যে গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ কেদারনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন। মহারাষ্ট্রে আত্মবিশ্বাসী বিজেপি, আগে থেকেই ৫০০০ লাড্ডুর অর্ডার
ABP Ananda, Web Desk | 24 Oct 2019 11:40 AM (IST)
দৈত্যাকৃতি টিভি স্ক্রিন লাগিয়ে দেখানো হচ্ছে ভোটের ফলের লাইভ কভারেজ।
মুম্বই: মহারাষ্ট্রে ভোটগণনা পুরোদমে চললেও বিজেপির মুম্বই সদর দফতরে সকাল থেকে উৎসবের মেজাজ। দলীয় কর্তারা ইতিমধ্যে ৫০০০ লাড্ডুর অর্ডার দিয়েছেন, দৈত্যাকৃতি টিভি স্ক্রিন লাগিয়ে দেখানো হচ্ছে ভোটের ফলের লাইভ কভারেজ। সব কটি এক্সিট পোল বলছিল, হরিয়ানা, মহারাষ্ট্র দু’রাজ্যেই বিজেপি অনায়াসে জিতবে। ক্ষমতায় ফিরবে তো বটেই, বাড়বে মার্জিনও। সেই ভরসায় লাড্ডুর পাশাপাশি অর্ডার দেওয়া হয়েছে ফুলের মালা। সকাল থেকে ভিড় জমিয়েছেন বিজেপি কর্মীরা-সমর্থকরা।