বিহারে সমস্তিপুর লোকসভায় এগিয়ে এলজেপি, বিজেপি এগিয়ে কিষাণগঞ্জ বিধানসভায়
ABP Ananda, Web Desk | 24 Oct 2019 08:45 AM (IST)
উপনির্বাচনে ভোট পড়েছে ৪৯.২৬ শতাংশ। সব থেকে বেশি ভোট হয়েছে কিষাণগঞ্জ বিধানসভায়, ৫৯.১৮ শতাংশ।
পটনা: বিহারের সমস্তিপুর লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে এলজেপি। বিজেপি এগিয়ে রয়েছে কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আরজেডি এগিয়ে সিমরি বখতিয়ারপুরে। দারাউন্দা কেন্দ্রে এগিয়ে নির্দল প্রার্থী। ভোটগণনার জেরে সবকটি নির্বাচন কেন্দ্রের জেলা সদরগুলিতে নিরাপত্তা কঠোর করা হয়েছে। গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোট প্রার্থী ও সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ। বেলা ১২টার মধ্যে ভোটের ফল পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। উপনির্বাচনে ভোট পড়েছে ৪৯.২৬ শতাংশ। সব থেকে বেশি ভোট হয়েছে কিষাণগঞ্জ বিধানসভায়, ৫৯.১৮ শতাংশ। উপনির্বাচন চলাকালীন এই কেন্দ্রগুলি থেকে উদ্ধার হয় মোট ২৯,১৫৮৫২ টাকা। ২১,৩১১.৭৩ লিটার মদ ও ৩৪.৫ কেজি গাঁজাও উদ্ধার হয়েছে। এছাড়া পাওয়া গিয়েছে ৪৫টি বেআইনি অস্ত্র, ১টি বিস্ফোরক ও ৭৭টি অবৈধ কার্তুজ।