পালঘর: মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারে একটি কোভিড হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু ১৩ রোগীর। বিরার পশ্চিমে বিজয় বল্লভ হাসপাতালের আইসিইউ-তে এই অগ্নিকাণ্ড ঘটে। ভাসাই বিরার পুর কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় ১৩ কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। ১৭ করোনা আক্রান্তর সেখানে চিকিৎসা চলছিল। আহত রোগীদের দ্রুত অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চার তলার এই হাসপাতালের দুই তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।


জানা গেছে, ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালের আইসিই-তে আগুন লাগে।এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। কিন্তু সূত্রের খবর, শর্ট সার্কিটের কারণেই আইসিইউ-তে আগুন ধরে যায়।


জেলা বিপর্যয় নিয়ন্ত্রণ সেলের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন যে, আইসিইউ-র এসি ইউনিটে  বিস্ফোরনের পরই আগুন ধরে যায়। ভাসাই বিরার পুরসভার দমকল বিভাগ এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।


যদিও রোগীদের আত্মীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই আগুন। যাদের গাফিলতিতে এই বিপর্যয়, তাদের কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা।


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে  বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


এই ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, এটা খুবই বড়সড় দুর্ঘটনা। দোষীরা রেহাই পাবে না। মৃতদের পরিজনদের পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।


মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল থেকে প্রায় ৬৭ হাজার নতুন করে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। দেশে করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই রাজ্যেই।


উল্লেখ্য, দুদিন আগেই মহারাষ্ট্রে নাসিকে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে  বেঘোরে প্রাণ হারিয়েছিল ১৪ জন রোগী। ট্যাঙ্কারে অক্সিজেন লিক হওয়ায় ভেন্টিলেটর বেডে থাকা রোগীরা অক্সিজেনের অভাবে প্রাণ হারান। ওই সময় ওই হাসপাতালে ১৫০ জন রোগীর অক্সিজেন বেডে ও অন্যান্য রোগীদের ভেন্টিলেটর বেডে চিকিৎসা চলছিল।


সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই মহারাষ্ট্রের আর এক হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১৩ কোভিড আক্রান্ত।