পুনে: দক্ষিণপন্থী নেতা সম্ভাজী ভিড়ের বিরুদ্ধে পুরানো দাঙ্গার মামলা তুলে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। পুনের কাছে কোরেগাঁও-ভীমার হিংসার ঘটনায় ছয়মাস আগেই সাংলিতে ২০০৮ ও ২০০৯ দায়ের ওই মামলাগুলি প্রত্যাহার করা হয়েছে। তথ্যের অধিকার আইনে প্রশ্নের উত্তরে বিষয়টি প্রকাশ্যে এসেছে।
আরটিআই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, ২০০৮-এ বলিউডের সিনেমা যোধা আকবর-র বিরুদ্ধে প্রতিবাদ ও ২০০৯-এ শিবাজীকে নিয়ে এক শিল্পীর ছবির বিরুদ্ধে বিক্ষোভের সময় সম্ভাজি ও তাঁর সংগঠনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের হয়েছিল।
পুলিশের এক পদস্থ আধিকারিক অবশ্য জানিয়েছেন, সম্ভাজী বিরুদ্ধে
কোরেগাও-ভীমা হিংসার মামলা প্রত্যাহার করা হয়নি।
১ জানুয়ারির কোরেগাঁও-ভীমা হিংসার মামলায় প্রাক্তন আরএসএস কর্মী তথা শিব প্রতিষ্ঠান হিন্দুস্তানের প্রধান একজন অভিযুক্ত।
পুনে (গ্রামীন) পুলিশ সুপার জানিয়েছেন, সম্ভাজির বিরুদ্ধে যে মামলাগুলি প্রত্যাহার করা হয়েছে তা সাংগলির পুরানো মামলা। কোরেগাঁও-ভীমা হিংসার ঘটনার সঙ্গে এক কোনও যোগ নেই।
তিনি জানিয়েছেন, কোরেগাঁও-ভীমা হিংসার মামলায় অভিযুক্ত সম্ভাজিএবং হিন্দু একতা আঘাদি নেতা মিলিন্দ একবোটে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।
পুলিশ সুপার বলেছেন, ১ জানুয়ারির প্রাক্কালে হিংসার ঘটনায় এলগার পরিষদের সভার সঙ্গে মাওবাদী যোগের তদন্তে পুনে পুলিশ গত আগস্টে পাঁচজনকে গ্রেফতার করেছিল। ওই তদন্তের অগ্রগতির অপেক্ষায় রয়েছে পুলিশ। সেজন্যও মামলায় চার্জশিট পেশ বকেয়া রয়েছে।
সম্ভাজী ভিড়ের বিরুদ্ধে পুরানো মামলা প্রত্যাহার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2018 07:46 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -