পুনে: দক্ষিণপন্থী নেতা সম্ভাজী ভিড়ের বিরুদ্ধে পুরানো দাঙ্গার মামলা তুলে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। পুনের কাছে কোরেগাঁও-ভীমার হিংসার ঘটনায় ছয়মাস আগেই সাংলিতে ২০০৮ ও ২০০৯ দায়ের ওই মামলাগুলি প্রত্যাহার করা হয়েছে। তথ্যের অধিকার আইনে প্রশ্নের উত্তরে বিষয়টি প্রকাশ্যে এসেছে।
আরটিআই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, ২০০৮-এ বলিউডের সিনেমা যোধা আকবর-র বিরুদ্ধে প্রতিবাদ ও ২০০৯-এ শিবাজীকে নিয়ে এক শিল্পীর ছবির বিরুদ্ধে বিক্ষোভের সময় সম্ভাজি ও তাঁর সংগঠনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের হয়েছিল।
পুলিশের এক পদস্থ আধিকারিক অবশ্য জানিয়েছেন, সম্ভাজী বিরুদ্ধে
কোরেগাও-ভীমা হিংসার মামলা প্রত্যাহার করা হয়নি।
১ জানুয়ারির কোরেগাঁও-ভীমা হিংসার মামলায় প্রাক্তন আরএসএস কর্মী তথা শিব প্রতিষ্ঠান হিন্দুস্তানের প্রধান একজন অভিযুক্ত।
পুনে (গ্রামীন) পুলিশ সুপার জানিয়েছেন, সম্ভাজির বিরুদ্ধে যে মামলাগুলি প্রত্যাহার করা হয়েছে তা সাংগলির পুরানো মামলা। কোরেগাঁও-ভীমা হিংসার ঘটনার সঙ্গে এক কোনও যোগ নেই।
তিনি জানিয়েছেন, কোরেগাঁও-ভীমা হিংসার মামলায় অভিযুক্ত সম্ভাজিএবং হিন্দু একতা আঘাদি নেতা মিলিন্দ একবোটে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।

পুলিশ সুপার বলেছেন, ১ জানুয়ারির প্রাক্কালে  হিংসার ঘটনায় এলগার পরিষদের সভার সঙ্গে মাওবাদী যোগের তদন্তে পুনে পুলিশ গত আগস্টে পাঁচজনকে গ্রেফতার করেছিল। ওই তদন্তের অগ্রগতির অপেক্ষায় রয়েছে পুলিশ। সেজন্যও মামলায় চার্জশিট পেশ বকেয়া রয়েছে।