নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে ট্যুইটে ফের আক্রমণ রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতির কটাক্ষ, মোদীর ভারতে গরিবের কাছে নোট বাতিলের অর্থ, ব্যাঙ্কের বাইরে লাইন দিয়ে টাকা জমা দেওয়া, আর পছন্দের পুঁজিপতিদের কাছে তা কালো টাকা সাদা করে নেওয়ার রাস্তা! প্রধানমন্ত্রীর আস্থাভাজন পুঁজিপতিরা জনসাধারণের অর্থ ব্যবহার করে ৩.১৬ লক্ষ কোটি টাকা দেনা মকুব করিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
রাহুল ট্যুইট করেছেন, মোদীর ভারতে আমআদমির জন্য নোটবন্দির অর্থ, লাইনে গিয়ে ব্যাঙ্কে টাকা রাখুন। আপনার যাবতীয় বিস্তারিত নথি আধারে দিন। আপনার নিজের টাকাই আপনি ব্যবহার করতে পারবেন না। প্রিয়ভাজন পুঁজিপতিদের কাছে নোটবন্দি মানে সব কালো টাকা সাদা করিয়ে নেওয়া। আসুন সাধারণের ৩.১৬ লক্ষ কোটি টাকা কাজে লাগিয়ে ৩.১৬ কোটি টাকা মকুব করে দিই।



সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত এক রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ককে উদ্ধৃত করে দাবি করা হয়, গত চার বছরে যত অনাদায়ী ঋণ উদ্ধার হয়েছে, তার সাতগুণ মকুব করেছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি। ২০১৪-র এপ্রিল থেকে ২০১৮-র এপ্রিলের মধ্যে দেশের ২১টি সরকারি মালিকানাধীন ব্যাঙ্ক ৩,১৬,৫০০ কোটি টাকা লোন মকুব করেছে, যেখানে তারা কিউমিউলেটিভ অর্থাত্ ক্রমবর্ধিত ভিত্তিতে মকুব ৪৪৯০০ কোটি টাকা বা মকুব করা লোনের এক সপ্তমাংশের কম উদ্ধার করতে পেরেছে।
শিল্পপতিদের কাছ থেকে আদায় না হওয়া বকেয়া লোন মকুব করে দিলেও কেন্দ্রের মোদী সরকার কৃষকদের ক্ষেত্রে তা করছে না বলে বহুদিন ধরেই সরব রাহুল।