আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। পাকিস্তানে ট্রেনে আগুন, পুড়ে মৃত অন্তত ৬৫, ইমরানের শোকপ্রকাশ
ABP Ananda, Web Desk | 31 Oct 2019 11:14 AM (IST)
আজ ভোরে রহিম ইয়ার খান এলাকার কাছে করাচি-রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে ওই আগুন লাগে।
লিয়াকতপুর: পাকিস্তানের লিয়াকতপুরে ট্রেনে ভয়াবহ আগুন। পুড়ে ছাই অন্তত ৬৫ জন, আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ ভোরে রহিম ইয়ার খান এলাকার কাছে করাচি-রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে ওই আগুন লাগে। করাচি থেকে লাহোর যাচ্ছিল ট্রেনটি। অল্প সময়ের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে তিনটি কামরা। পাক প্রধানমন্ত্রী ইমরান খান গভীর শোকপ্রকাশ করেছেন। লিখেছেন এই ট্রেন দুর্ঘটনায় কথা জেনে তিনি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে জরুরি ভিত্তিতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।