নয়াদিল্লি: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে সনিয়া গাঁধীর সঙ্গে আলোচনা করবেন শরদ পওয়ার। তিনি সোমবার সকালে নয়াদিল্লি পৌঁছেছেন পওয়ার। বিকালে মুখোমুখি হবেন তাঁরা। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজ একটা বৈঠক আছে। রবিবার এনসিপি মুখপাত্র নবাব মালিক জানান, পুণেতে পওয়ারের বাসভবনে এনসিপি কোর কমিটি বৈঠকে বসেছিল। কোর কমিটিতে আলোচনা হয়, মহারাষ্ট্রে চলতি রাষ্ট্রপতি শাসনের পালার অবসান হওয়া উচিত। সেখানে একটি ‘বিকল্প সরকার’ গঠন করা হোক। আমরা কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়েছি, তাই সিদ্ধান্ত নিয়েছি, কংগ্রেসের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ করব। আমাদের নেতা শরদ পওয়ার, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী কাল কথা বলবেন।
মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিস্তর টানাপড়েনের পর শিবসেনা, বিজেপি জোটে ভাঙনের পর থেকেই উদ্ধব ঠাকরের দলের সঙ্গে সম্ভাব্য গাঁটছড়ার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে পওয়ারের দলের। মালিক বলেন, রাজ্যের চলতি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনায় ঠিক হয়েছে, বিকল্প সরকার গঠনের ব্যাপারে সোমবার শরদ পওয়ার ও সনিয়া গাঁধী কথা বলে মহারাষ্ট্রে তার সম্ভাবনা নিয়ে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার এনসিপি ও কংগ্রেসের অন্য নেতারা আলোচনায় বসে পরবর্তী কর্মপন্থা স্থির করবেন। গতকাল প্রায় দু ঘন্টার ওপর চলা বৈঠকে এনসিপি কোর কমিটির বৈঠকে জয়ন্ত পাটিল, ওয়ালসে পাটিল, ছগল ভুজবল, অজিত পওয়ার, সুপ্রিয়া সুলে, সুনীল তত্কারে, ধনঞ্জয় মুন্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ‘শিবসেনা, কংগ্রেস ও এনসিপি একজোট হতে পারে কিনা, আমরা তা বোঝার চেষ্টা করছি’ বলে জানিয়েছেন কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বান। রাজ্যের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আগামীকাল শিবসেনা, কংগ্রেস নেতাদের বৈঠক আছে। জোটের লক্ষ্যে এগনো যায় কিনা, খতিয়ে দেখা হবে।
কোনও দল বা জোটই আনুষ্ঠানিক ভাবে সরকার গঠনের দাবি পেশ না করায় ১২ নভেম্বর মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়। শিবসেনা সরকার গড়তে কংগ্রেস, এনসিপি জোটের সমর্থন চায়। কিন্তু কোনও স্পষ্ট সমর্থনের আশ্বাস দেয়নি তারা।
২৮৮ সদস্যের বিধানসভায় যথাক্রমে ১০৫ ও ৫৬টি আসনে জিতে মহারাষ্ট্রে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আছে বিজেপি, শিবসেনার। কিন্তু মুখ্যমন্ত্রী পদ, অন্যান্য ক্ষমতা ৫০-৫০ ফর্মূলায় ভাগাভাগির দাবি নিয়ে একমত হতে না পেরে জোট ভাঙে দুদলের। কংগ্রেস, এনসিপি জিতেছে যথাক্রমে ৪৪ ও ৫৪টি আসন।