কলকাতা: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনার পর আজ ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অনেক বড় ঘটনা ঘটতে পারত। ওই এলাকায় মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য প্রবল কম্পন হত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যেন মনে হত ভূমিকম্প হচ্ছে। ব্রিজ দুর্ঘটনার ব্যাপারে আগামীকাল দুপুর সাড়ে তিনটেয় জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এরইমধ্যে আজ ধ্বংসস্তুপ থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে ব্রিজ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হল। মুখ্যমন্ত্রী বলেছেন, নয় বছর ধরে মেট্রোর কাজ চলছে। এতে সমস্যায় পড়েছেন মানুষ। মৃতদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।