২০১৯-এর আগে বিরোধী জোটে বড় ধাক্কা, সমর্থন করবে না, জানিয়ে দিল আপ
ABP Ananda, Web Desk | 10 Aug 2018 09:08 AM (IST)
নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে বিরোধী পক্ষের এক জোট হওয়ার সম্ভাবনা ক্ষীণতর হল। গতকালই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ভোটাভুটির সময় স্পষ্ট হয়ে যায়, বিরোধী ঐক্য এখনও দূর অস্ত। আর এবার আম আদমি পার্টি পরিষ্কার জানিয়ে দিল, বিজেপি বিরোধী মহাজোটবন্ধনে যোগ দেবে না তারা। গতকাল রাজ্যসভায় ভোটাভুটির সময় ভোট বয়কট করে আপ। আর এবার আপ সুপ্রিমো ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছেন, মহাজোটবন্ধনে যোগ দেওয়া দলগুলি দেশের উন্নতিতে কোনও ভূমিকা রাখেনি। কেন্দ্রীয় সরকারকেও একই সঙ্গে কাঠগড়ায় তুলে তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার দিল্লির উন্নয়ন রুখে দেওয়ার চেষ্টা করছে। হরিয়ানার রোহতকে এক সভায় তিনি বলেন, জোটের রাজনীতি তাঁর কাছে কোনও গুরুত্ব রাখে না। তাঁর কাছে রাজনীতি হল মানুষ ও তার উন্নয়ন। গত ৩ বছরে তাঁরা দিল্লিতে যা করেছেন, গত ৭০ বছরে এই দলগুলি তা করে দেখাতে পারেনি। [embed]https://twitter.com/ANI/status/1027692501543477248?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1027692501543477248&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fmajor-setback-for-opposition-unity-kejriwal-says-aap-will-not-join-opposition-alliance-for-2019-935315[/embed] কেজরীর দাবি, উন্নয়নের বিচারে দিল্লির থেকে পিছিয়ে রয়েছে হরিয়ানা। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের তাঁদের কাছ থেকে শেখা উচিত, উন্নয়ন কীভাবে করতে হয়। বিজেপি স্রেফ ধর্মের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের ভোটাভুটিতে যোগ দেয়নি আপ। তারা জানিয়েছে, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ব্যক্তিগতভাবে ফোন না করাতেই ভোটদান করেনি তারা। দলীয় নেতা সঞ্জয় সিংহ বলেছেন, রাহুল প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করতে পারেন, অথচ কেজরীবালকে একটা ফোন করে উঠতে পারেন না। নীতীশ কুমার কেজরীবালকে ফোন করে ডেপুটি চেয়ারম্যান পদে তাঁদের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। কিন্তু বিজেপি সমর্থিত জেডিইউ প্রার্থীকে ভোট দেওয়া সম্ভব ছিল না। আর রাহুলের যখন নিজের প্রার্থীর জন্য ভোটের দরকারই নেই, তখন ভোটাভুটি বয়কট করা ছাড়া কোনও রাস্তা ছিল না আপের সামনে। এর আগেও তাঁরা বিরোধী ঐক্যে কংগ্রেসই সব থেকে বড় বাধা বলে দাবি করেন।