নয়াদিল্লি: বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে অভিযান চালাচ্ছে, তাতে বড় সাফল্য এল। প্রথম দফায় ৭৫টি দেশের নাগরিকদের অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিল সুইস ব্যাঙ্ক। ২০২০ সালের সেপ্টেম্বরে পরবর্তী তালিকা দেওয়া হবে।


সুইৎজারল্যান্ডের ফেডেরাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের এক মুখপাত্র জানিয়েছেন, যে দেশগুলির সঙ্গে সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলির তথ্য বিনিময় সংক্রান্ত চুক্তি হয়েছিল, সেই দেশগুলিকে তথ্য দেওয়া হয়েছে। আগামী বছর ফের তথ্য দেওয়া হবে।

এই প্রথম সুইৎজারল্যান্ড প্রশাসনের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য পেল ভারত। ২০১৮ সালে তথ্য বিনিময়ের চুক্তি হওয়ার সময় যে অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়, সেগুলির পাশাপাশি বর্তমানে চালু থাকা অ্যাকাউন্টগুলির বিষয়েও তথ্য দিয়েছে সুইৎজারল্যান্ডের ফেডেরাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন। তবে শর্তসাপেক্ষে তথ্য দেওয়া হয়েছে। ভারতীয়দের মোট কতগুলি অ্যাকাউন্ট রয়েছে এবং কত অর্থ গচ্ছিত রয়েছে, সে বিষয়ে তথ্য দেওয়া হয়নি।