নয়াদিল্লি: শারদোৎসবের মধ্যে মানুষকে স্বস্তি দিয়ে টানা পঞ্চম দিন কমল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম কমেছে ১৩ পয়সা এবং ডিজেলের দাম কমেছে ১২ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৭৬.৪০ টাকা। কলকাতায় ডিজেলের দাম লিটারপ্রতি ৬৯.২৭ টাকা। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তার ফলেই ভারতের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। এর আগে সৌদি আরবে তৈল শোধনাগারে ড্রোন হামলার পর পেট্রোপণ্যের দাম বেড়েছিল। তবে সেই দাম এখন কমছে।