নয়াদিল্লি: শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন। তিনি এখন কেমন আছেন, সেটা অবশ্য জানা যায়নি। এলজেপি প্রধান রামবিলাস খাদ্য, গণবণ্টন ও ক্রেতাসুরক্ষা মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত। তিনি গত বুধবার নিজের লোকসভা কেন্দ্র বিহারের হাজিপুরে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। তিনি কেন এত দেরিতে এলেন, এই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা।