কলকাতা: মাস ছয়েক আগে বাংলায় তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। এরপর আঘাত হানল ঘূর্ণিঝড় উমপুন। কোভিড আতঙ্ক তো ছিলই। এই পরিস্থিতিতে কত বড় ক্ষতি হয়ে গেল বলার নয়!দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা প্রায় ধ্বংস হয়ে গেছে ঝড়ের দাপটে। স্বজন হারিয়েছি মনে হচ্ছে। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী কী বললেন তিনি, নজর রাখব --
এলাকার পর এলাকা ধ্বংস। যোগাযোগ বিচ্ছিন্ন।

  • প্রশাসন সাধারণ মানুষের সাহায্যে ৫ লক্ষ মানুষকে সরাতে পেরেছি।

  • ১৭৩৭ এ এমন ভয়ঙ্কর ঝড় হয়েছিল।

  • ওয়ার রুমে বসে আছি আমি। নবান্নয় আমার অফিস কাঁপছে।

  • কটা কঠিন পরিস্থিতির যুদ্ধকালীন মোকাবিলা করলাম।

  • মাঝরাত অবধি হয়ত ঝঞ্ঝা চলবে।

  • নন্দীগ্রাম, রামনগর প্রভৃতি এলাকায় বড় ক্ষতি।

  • দঃ ও উত্তর ২৪ পরগণা প্রায় ধ্বংস ঝড়ের দাপটে।

  • গাছ পড়ে মানুষ মারা গেছেন।

  • মোট ক্ষতি এখনও গণনা করা যায়নি।

  • অনেক জায়গায় বিদ্যুৎ নেই, জল নেই।

  • পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, বারুইপুর, সোনারপুর সব জায়গায় ধ্বংসের ছবি।

  • রাজারহাট, হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, হাবড়া সব জায়গাই বিপর্যস্ত।

  • একদিকে কোভিডের থাবা, অন্যদিকে উমপুনের দাপট...স্বজনহারা পরিস্থিতি মনে হচ্ছে।

  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ত্রাণ শিবিরের মানুষগুলোকে আগে দেখতে হবে।

  • একাধিক ব্রিজ ভেঙে পড়েছে। প্রচুর বাড়ি, নদীবাঁধ ভেঙে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।

  • ৬ মাস আগে বুলবুলের পর বাঁধের মেরামত হয়েছিল, সেই সব নদীবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • উমপুনে ক্ষয়ক্ষতি লক্ষ-কোটি ছাড়াবে কিনা জানি না। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাজনীতি করবেন না।

  • মানবিকতার কারণে সাহায্য চাইছি। ত্রাণ শিবির এখনই ছাড়বেন না।

  • সকলের সহযোগিতা প্রার্থনা করছি। এখন ধ্বংসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি।

  • ক্ষয়ক্ষতির পর্যালোচনা করা হবে। মানুষের বিপদে পাশে আছি।

  • হাওড়া, হুগলিতেও উমপুনের প্রভাব মারাত্মক।

  • কাল বিকেলে ক্ষতির প্রাথমিক রিপোর্ট নেওয়া হবে।

  • কৃষি, পানীয় জল, স্বাস্থ্য, সেতু, রাস্তার হাল দেখতে হবে। সবই নতুন করে করতে হবে।

  • ধ্বংসের হাত থেকে উন্নয়নের যজ্ঞে সামিল হতে হবে। করোনার থেকেও বড় বিপর্যয়।

  • রাতে কেউ বাড়ির বাইরে বেরোবেন না।