প্রায় এক লক্ষ কোটি টাকার ওপর পাওনা হয়েছে রাজ্য বাজেটে। অমিত মিত্রর বাজেট বক্তৃতার পর সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। জানালেন, বাজেটে ব্যয় বরাদ্দ প্রতিটি ক্ষেত্রেই বেড়েছে, বিশেষত শিক্ষা ও কৃষিক্ষেত্রে। ‘আজকের বাজেট জনগণের বাজেট’ - মুখ্যমন্ত্রীর দরাজ সার্টিফিকেট অমিত মিত্রকে।
আর কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনব।

  • বাংলায় এখন জনসংখ্যা প্রায় ১১ কোটি। তারপরেও আমরা ১০০ দিনের প্রকল্পে প্রথম।

  • আবাসযোজনায় আমরা প্রথম স্থানে আছি ।

  • ই-টেন্ডার, ই-গভর্নেন্সে আমরা খুব ভালো করছি।

  • সদ্যোজাতের মৃত্যুর হার অনেক কমে গেছে।

  • স্বাস্থ্য-সাথীর সুবিধা পাচ্ছেন সাড়ে ৭ কোটি।

  • আয়ুষ্মান ভারতে সুবিধা পেত মাত্র ১.৫ কোটি।

  • কৃষক মারা গেলে ২ লক্ষ টাকা তাদের পরিবারকে দেওয়া হয় ।

  • কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে।

  • আদিবাসীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি হবে।

  • তপশিলিদের জন্য আম্বেদকর বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে।

  • আদিবাসীদের পেনশন চালু হচ্ছে। মাসে ১ হাজার টাকা পেনশন দেওয়া হবে।

  • তপশিলিদের জন্য বন্ধু প্রকল্প। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প।

  • অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে পেনশন প্রকল্প।

  • কর্মসাথী প্রকল্পে প্রত্যেককে ২ লক্ষ টাকা অনুদান। কর্মসাথী প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ।

  • অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করলে চলবে না। অন্য রাজ্যের জনসংখ্যা পশ্চিমবঙ্গের থেকে অনেক কম।

  • আগে কোনও প্রকল্পে ৯০ শতাংশ কেন্দ্র দিত, এখন দেয় ৪০ শতাংশ। আলোচনা না করেই বিভিন্ন প্রকল্পে বরাদ্দ কমানো হচ্ছে। নোটবন্দির পর মানুষ খরচ করতে পারেনি, সঞ্চয় করতে পারেনি। মানুষ জানে না ব্যাঙ্কের থেকে টাকা পাবে কিনা! এয়ার ইন্ডিয়া, রেল বিক্রি করে দিচ্ছে’

  • আজকের বাজেট জনগণের বাজেট।

  • 'স্বাস্থ্য-সাথী'র সুবিধা পাচ্ছেন সাড়ে ৭ কোটি। 'আয়ুষ্মান ভারত'-এ সুবিধা পেত মাত্র ১.৫ কোটি।

  • অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প, প্রভিডেন্ট ফান্ড।