কলকাতা: ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। নবান্ন সূত্রে খবর, বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, এনআরসি-সহ একাধিক ইস্যুতে আলোচনা হবে তাঁদের মধ্যে। তার আগে আজ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।



বিরোধীরা অবশ্য মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কটাক্ষ করছে। রাজীব-আতঙ্কেই দিল্লি দরবার মমতার, আক্রমণ বিজেপি-র। গোয়েন্দা প্রধানকে বাঁচাতে মোদির কাছে, কটাক্ষ কংগ্রেসের। বিপদে পড়লেই উন্নয়ন! খোঁচা সিপিএমের। গেলেও বিদ্রুপ? পাল্টা তৃণমূল।



মমতার পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, রেলমন্ত্রী পীযূষ গয়াল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভুও ট্যুইট করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতারাও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।