বেঙ্গালুরু: অমিত শাহের হিন্দিকে সারা দেশের সংযোগকারী ভাষার স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভিন্ন সুর বিজেপিতেই। কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ট্যুইট করেছেন, আমাদের দেশের সব সরকারি ভাষাই সমান। তবে কর্নাটকের ব্যাপারে বলতে পারি, কন্নড়ই এখানকার মূল ভাষা। সেইসঙ্গে তিনি কন্নড়ের গুরুত্বের প্রশ্নে কোনও আপস করা হবে না, উপরন্তু তাঁর সরকার কন্নড় ও রাজ্যের সংস্কৃতির প্রসার ঘটাতে দায়বদ্ধ বলেও উল্লেখ করেছেন।




প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দিকে সারা দেশের সংযোগরক্ষাকারী ভাষার স্বীকৃতি দেওয়ার কথা বলায় দক্ষিণ ভারতের রাজ্যগুলি তীব্র আপত্তি তুলেছে। তাদের বক্তব্য, হিন্দি ‘চাপিয়ে’ দেওয়া চলবে না। ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন কেন্দ্রের সরকার একতরফা হিন্দি চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে আন্দোলন গড়তে বিরোধী দলগুলির ঐক্যের ডাক দিয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, হিন্দিকে সারা দেশের সংযোগ রক্ষার একমাত্র ভাষা করে তোলার চেষ্টা কোনওদিনই বাস্তবে সম্ভবপর হবে না।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, দেশের সামনে জ্বলন্ত সমস্যাগুলি থেকে নজর ঘোরাতেই বিতর্ক তৈরির ‘পরিকল্পিত প্রয়াস’ এটা। অমিত শাহের প্রস্তাবকে অ-হিন্দি জনগণের মাতৃভাষার বিরুদ্ধে ‘যুদ্ধঘোষণা’ বলেও উল্লেখ করেন তিনি।