নয়াদিল্লি: আজ সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন রায়বরেলির সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। তিনি হিন্দিতে শপথ গ্রহণ করেন। মোবাইল ফোনে সেই ছবি তুলে রাখেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। হিন্দিতে শপথ গ্রহণ করায় কংগ্রেস সাংসদদের পাশাপাশি বিজেপি সাংসদরাও সনিয়াকে সাধুবাদ জানান। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করছিলেন সনিয়ার জা মানেকা গাঁধী। তাঁরা একে অপরকে করজোড়ে অভিবাদন জানান।



গতকাল থেকে শুরু হয়েছে সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন। প্রথম দিন শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি।

আজ সনিয়া ছাড়াও শপথ গ্রহণ করেন সমাজবাদী পার্টি প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব, শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল, বিজেপি সাংসদ তথা অভিনেতা সানি দেওল। আজই সন্ধে ৬টায় সংসদ ভবনে বিরোধী নেতাদের বৈঠক ডেকেছেন সনিয়া। এই বৈঠকে সংসদের অধিবেশনে বিরোধী দলগুলির কৌশল ঠিক হবে বলে জানা গিয়েছে।