নয়াদিল্লি: ৫৫ বছর বয়সি দিল্লির সঙ্গম বিহার এলাকার এক বাসিন্দা লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলল তাঁর মেয়েকে। মেয়েকে মারার সময় পরিবারের অন্য সদস্যরাও জখম হন ওই ব্যক্তির হাতে। যে কারণে এই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি সেটা সত্যিই মর্মস্পর্শী।
মেয়েদের বিয়ের জন্যে টাকা জোগাড় করতে পারেননি বাবা। সেই হতাশা থেকেই নিজের স্ত্রী বিদ্যাবতী এবং দুই কন্যা কবিতা (২২) এবং সুমন (২৪)কে আক্রমণ করেন ওই ব্যক্তি। লোহার রড দিয়ে আঘাত করেন। বাবার মারের শব্দ শুনে জেগে যায় ছেলে। বাবাকে থামানোর বহু চেষ্টা করেও কোনও লাভ হয়নি। বরং গুরুতর জখম হয় সেও। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, কবিতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
সঙ্গম বিহার এলাকায় সাইকেল সারাইয়ের কাজ করতেন নন্দ কিশোর। অভিযুক্তের তিন ছেলে ও তিন মেয়ে। এক মেয়ের বিয়ে হয়েছে। দুই ছেলে রোজগার করলেও, একজন কোথাও কোনও কাজ করতেন না। মৃত মেয়েটি কলেজে পড়তেন, অপরজন গ্র্যাজুয়েট।
বিয়ের টাকা জোগাড়ে ব্যর্থ, হতাশায় দুই মেয়েকে লোহার রডের বাড়ি বাবার, মারা গেলেন একজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2018 03:35 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -