প্রতিটি বিষয়ে ধর্মীয় রং চড়ানো হচ্ছে! ডিএমকে সভাপতি হয়েই মোদীকে তোপ স্ট্যালিনের

Continues below advertisement
নয়াদিল্লি: বাবার মৃত্যুর পর ডিএমকে-র রাশ হাতে তুলে নিয়েই নরেন্দ্র মোদীকে তোপ এম কে স্ট্যালিনের। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ডিএমকে প্রধান হিসাবে আরোহন হল তাঁর। সেখানেই প্রয়াত এম কে করুণানিধির পুত্র বলেন, প্রতিটি বিষয়ে ধর্মীয় রং চড়ান যিনি, তাঁর বিরোধিতা করাই স্বপ্ন আমার। নরেন্দ্র মোদী সরকারকে শিক্ষা দেব আমরা। এদিন দলীয় সদর দপ্তরে অভিষেক পর্বের পর চেন্নাইয়ের মেরিনা বিচে যান স্ট্যালিন। সেখানে প্রয়াত পিতার স্মারক দর্শন করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন। করুণানিধির ৪৯ বছরের নেতৃত্বের প্রসঙ্গ টেনে বলেন, কখনও স্বপ্নেও ভাবিনি, দলকে নেতৃত্ব দিতে হবে, এ বিরাট গুরুদায়িত্ব। একাই নেতৃত্ব দেব, বলিনি। আসুন, সবাই মিলে চলে। ভুল হলে সমালোচনা হোক আমাদেরও। স্ট্যালিনকে বিগত বেশ কিছুদিন ধরেই মোদী বিরোধী জোট গঠন প্রক্রিয়ায় সামিল লোকজনের পাশে থাকতে দেখা যাচ্ছে। আজ তিনি বলেন, আজকের রাজনৈতিক পরিস্থিতিতে এক বিরাট চ্যালেঞ্জ হাজির হয়েছে। আধিপত্যবাদী ও সাম্প্রদায়িক শক্তিগুলির আক্রমণের মুখে পড়ছে। কেন্দ্রীয় সরকার বিচারবিভাগ, রাজ্যপাল বাছাই, সব ক্ষেত্রে নাক গলাচ্ছে, প্রভাব খাটাতে চাইছে। এর ফলে ধর্মনিরপেক্ষ আদর্শ, নীতি মার খাচ্ছে। বিজেপি শাসনে রাজ্য সরকারগুলির এক্তিয়ারেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। রাহুল ট্যুইট করেছেন, ডিএমকে সভাপতি হওয়ায় এমকে স্ট্যালিনকে অভিনন্দন। তিনি নিজের রাজনৈতিক যাত্রাপথে যে নতুন অধ্যায়ের সূচনা করলেন, তাতে সাফল্য পাবেন, এই কামনাই করছি।
Continues below advertisement
Sponsored Links by Taboola