ভোপাল:  আন্ডারপ্যান্ট তৈরি করতে দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু তা খুব বেশি খাটো হওয়ায় সংশ্লিষ্ট দরজির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করলেন ওই ব্যক্তি। পুলিশ অবশ্য কৃষ্ণ কুমার দুবে নামে ৪৬ বছরের ওই ব্যক্তিকে বিবাদ নিষ্পত্তির জন্য আদালতের দ্বারস্থ হতে বলেছে।
দুবে সিকিউরিটি গার্ডের কাজ করে মাসে ৯০০০ টাকা মাইনে পেতেন। কিন্তু মাস দুয়েক আগে করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে সেই চাকরি হারিয়েছিলেন তিনি। ভোপালের ভীম নগর এলাকাতে থাকেন দুবে। তিনি বলেছেন, আমি মধ্যপ্রদেশের সিধি জেলার বাসিন্দা। অক্টোবরে কাজের জন্য ভোপালে এসেছিলাম। সম্প্রতি এক বন্ধুরা কাছে হাজার খানেক টাকা ধার নিয়ে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে দুটি আন্ডারপ্যান্ট তৈরি করতে দুই মিটার কাপড় কিনেছিলাম।
দুবে আন্ডারপ্যান্ট তৈরির খরচ হিসেবে দরজিকে ১৯০ টাকা চুকিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই আন্ডারপ্যান্ট পরে বুঝতে পারেন যে, সেগুলি বেশ খাটো হয়েছে।
দরজির কাছে গিয়ে সে কথা জানান দুবে। এর জবাবে দরজি তাঁকে জানান যে, কাপড় খুব বেশি না থাকাতেই এই সমস্যা। এ কথা শুনে তিনি যে দোকান থেকে কাপড় কিনেছিলেন, সেখানে যান। কিন্তু ওই দোকান থেকে তাঁকে জানানো হয় যে, তারা দুই মিটার কাপড়ই তাঁকে দিয়েছে।
এরপর দুবে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁকে বিষয়টির নিষ্পত্তির জন্য আদালতে যেতে বলেছে।
হাবিবগঞ্জ থানার ইন্সপেক্টর রাকেশ শ্রীবাস্তব শনিবার জানিয়েছেন, আমরা ওই ব্যক্তিকে আদালতে যেতে বলেছি।
তবে এরইমধ্যে ওই দরজি দুবেকে জানিয়েছেন যে, তিনি টাকা ফেরত দিতে রাজি।